নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের কমিটিকে আশরাফ উদ্দিনের শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি : আবদুল কাদিরকে সভাপতি ও মো.সিরাজুল হককে সাধারণ সম্পাদক করে জেলা শ্রমিক লীগের ৩৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে ঢাকা বঙ্গবন্ধু এভিনিওতে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে.এম আযম খসরুর স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গঠিত এ পূর্ণাঙ্গ কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক, দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা আশরাফ উদ্দিন। রবিবার (০৭ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় আশরাফ উদ্দিন তাঁদেরকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় আশরাফ উদ্দিন তাঁদের প্রত্যেকের উত্তরোত্তর আরও অগ্রগতি উজ্জ্বল ভবিষ্যত কামনাসহ মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের উপর অবিরল আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রম বান্ধব সরকারের একনিষ্ঠ কর্মী হিসেবে আন্তরিক, নিষ্ঠা, সততা ও সাহসের সাথে গঠিত এ কমিটির সকলে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।