জাতীয়নির্বাচনী হালচালরাজনীতি

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৫০ নারী এমপি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ নারী সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন এমপিকে শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির দুজন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথগ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

নির্বাচিতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের ৪৮ জন এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম ও নুরুন নাহার বেগম। এরপর সংরক্ষিত নারী আসনে ৫০ জনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close