জাতীয়স্বাস্থ্য বার্তা
বাংলাদেশে আই এম এ-র এম্বাসেডর নিযুক্ত হলেন এস আই সায়মন
বাংলাদেশে আই এম এ-র এম্বাসেডর নিযুক্ত হলেন এস আই সায়মন
ইন্টার ন্যাশনাল মাসাজ এসোসিয়েশনের (আই এম এ) এম্বাসেডর নিযুক্ত হয়েছেন মাসাজ থেরাপিস্ট (নন মেডিকেল) এস আই সায়মন।
আজ ২৬ জানুয়ারী ইন্টারন্যাশনাল জাজেস ফেডারেশন অফ আই এম এ এই ঘোষণা করেন।
এর সাথে সাথে প্রথম বারের মত আই এম এ তে বাংলাদেশের পতাকা যুক্ত হয়।
এস আই সায়মন, সায়মন্স বডি কেয়ার ইন বাংলাদেশ প্রতিষ্ঠানের কর্ণধার।
তিনি দীর্ঘ দিন যাবত নন মেডিকেল মাসাজ থেরাপি নিয়ে কাজ করে আসছেন। এছাড়াও তিনি ফিজিওথেরাপি মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
আই এম এ তে এর আগে বাংলাদেশ থেকে কোন এম্বাসেডর নিযুক্ত ছিলো না। আই এম এ এর কার্যক্রম বাংলাদেশে এই প্রথম।
আই এম এ আন্তর্জাতিক ভাবে নন মেডিকেল মাসাজ থেরাপি নিয়ে দীর্ঘ দিন কাজ করে আসছে।