নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি
মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির গ্ৰেপ্তার
নারায়ণগঞ্জে বিএনপির ডাকা হরতালের দিন যানবাহন ভাঙচুর এবং আগুন ও পুলিশের উপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেনকে গ্ৰেফতার করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এড. জাকির হোসেন পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত এবিএম তাহের আলীর ছেলে।
সোমবার ( ১৩ নভেম্বর ) বিকেলে শহরের দুই নং রেলগেট থেকে আটক পুলিশ। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলায় নং – ৩১(১০)২৩।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নগরীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও মিশনপাড়া এলাকায় যানবাহন ভাঙচুর ও আগুন দেয় হরতালকারী। পরবর্তী নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়।