নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির গ্ৰেপ্তার

নারায়ণগঞ্জে বিএনপির ডাকা হরতালের দিন যানবাহন ভাঙচুর এবং আগুন ও পুলিশের উপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেনকে গ্ৰেফতার করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এড. জাকির হোসেন পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত এবিএম তাহের আলীর ছেলে।

সোমবার ( ১৩ নভেম্বর ) বিকেলে শহরের দুই নং রেলগেট থেকে আটক পুলিশ। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলায় নং – ৩১(১০)২৩।

এর সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।
এদিকে এডভোকেট জাকির হোসেনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরাম। তারা অবিলম্বে জাকির হোসেনের মৃক্তি দাবি করেছেন।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নগরীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও মিশনপাড়া এলাকায় যানবাহন ভাঙচুর ও আগুন দেয় হরতালকারী। পরবর্তী নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close