আন্তর্জাতিকজাতীয়

গুম-খুনে বিচারহীনতায় বাংলাদেশে জনগণের আস্থা ভেঙে পড়েছে

বাংলাদেশে স্বাধীনভাবে ন্যায়বিচারের ক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। গুম-খুনে ভেঙে পড়েছে জন-আস্থা। জাতিসংঘ মানবাধিকার সংস্থায় ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা ইউপিআরের জন্য প্রকাশ হয়েছে এমনই এক সার সংকলন।

সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় বৈঠকে বসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউপিআর। সাড়ে তিন ঘণ্টার বৈঠকে বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার জবাব দেওয়ার সুযোগ থাকবে।

এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রশ্নোত্তরের ভিত্তিতে ১৫ নভেম্বর ইউপিআর সুপারিশমালা প্রণয়ন হবে। এরআগে প্রকাশিত ইউপিআর সার সংকলনে বলা হয়েছে বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় আইন প্রয়োগকারীদের দায়মুক্তি ও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে গভীর উদ্বেগের কারণে জনগণের আস্থা ভেঙে পড়ছে। এজন্য গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার অভিযোগগুলো আন্তর্জাতিক মানের তদন্ত করতে স্বাধীন, পক্ষপাতহীন ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতিসংঘের প্রতিনিধি দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close