অপরাধআইন ও অধিকারজাতীয়সারাদেশ
ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ রাফি তালুকদার ,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(২১ আগস্ট) রোববার ভৈরব পৌর শহরের রানী বাজার,হলুদ পট্টি, মিষ্টি পট্টিসহ বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনসহ বিভিন্ন অপরাধে কারণে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় সহযোগিতায় ছিলেন, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,ভৈরব পৌর শহরে মিষ্টি পট্টির রাস্তায় ইট, বালু, সিমেন্ট রেখে রাস্তা বন্ধ করে জন চলাচলের বিঘ্ন ঘটিয়ে ভবনের কাজ করায় শহীদুল ইসলাম (৭০) কে ১০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। মূল্য তালিকা সঠিক ও দৃশ্যমান না থাকায় এবং খোলা জিরা অবৈধভাবে বিএসটিআই এর সিলসহ প্যাকেটজাত করায় মেসার্স হাজেরা ষ্টোর এর স্বত্বাধিকারী আক্তারুজ্জামান কে ৩০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করায় রানী বাজারের মোল্লা ফ্রেশ চানাচুরের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম কে ৭০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। হলুদ পট্টিতে স্বপ্নীল ট্রেডার্সের ভিতরে ছোটন ট্রেডার্সের মালিক সিরাজ মিয়া ১৪০ মন পচা মরিচ গুদামজাত করায় সিরাজ মিয়া কে ৫০,০০০/- টাকা এবং স্বপ্নীল ট্রেডার্সের মধ্যে রাখার জায়গা দেয়ায় স্বপ্নীল ট্রেডার্সের স্বত্বাধিকারী রিপন সাহাকে ২০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান শেষে জব্দকৃত ১৪০মন পঁচা মরিচ বিনষ্ট করা হয়।
এছাড়া রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় ৩ জনকে ৬,০০০/- টাকা অর্থদণ্ড করা হয় এবং কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।