নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের নতুন এসপি গোলাম মোস্তফা রাসেলের দায়িত্ব গ্রহণ
নারায়ণগঞ্জ জেলার নব নিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গোলাম মোস্তফা রাসেল।
সোমবার (২২ আগষ্ট) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন। এসময় জেলা পুলিশের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ জেলায় বদলি করে জননিরাপত্তা বিভাগ।
এর আগে, গোলাম মোস্তফা রাসেল গত বছরের ১৮ মার্চ মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন৷ ২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন৷