অপরাধআইন ও অধিকারনারায়ণগঞ্জফতুল্লা

ফতুল্লায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক আটক

ফতুল্লার পাগলায় ছয় বছরের এক শিশু কে ধর্ষনের অভিযোগে বিল্লাল (৫৫) কে আটক করে পুলিশে সোপর্দ করছে স্থানীয় এলাকাবাসী। আটক বিল্লাল ফতুল্লা মডেল থানার পাগলা পূর্ব রসুলপুরের অরুন মিয়ার পুত্র। সে পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানায় ভুক্তভোগী শিশুটির বাবা মারা গেলে অভাবের তাড়নায় গত রমজান মাসে মা শিশুটি পালক রেখে বিদেশ চলে যায়। শিশুটি সাত রমজান থেকে তার পালিত মায়ের নিকট থাকতে শুরু করে। সে বাসাতেই আটককৃত বিল্লাল স্ব- পরিবারে ভাড়ায় বসবাস করে আসছিলো।

 

শিশুটির পালিত মা জানায়, রমজান মাস থেকে শিশুটিকে ধর্ষন করে আসছিলো বিল্লাল। সে যখন বাসায় থাকতোনা বা বাসার কাজে ব্যস্ত থাকতো তখন বিল্লাল শিশুটিকে চকলেট বা মজা খাওয়ার কথা বলে তার রুমে ডেকে নিয়ে ধর্ষন করে আসছিলো।

 

 

কোরবানী ঈদের দুদিন পর শিশুটি বাসায় রেখে সে ডাক্তারের নিকট গেলে বিল্লাল শিশু মেয়েটি কে ডেকে তার রুমে নিয়ে যায়। বেশ কিছুক্ষন পর শিশুটিকে গোসল করিয়ে রুম থেকে বের করে দেয়। এ বিষয়টি পাশের এক ভাড়াটিয়া দেখে ফেলে তাকে জানায়।

পরে সে বিষয়টি নিয়ে শিশু মেয়েটিকে জিজ্ঞেস করলে সব খুলে বলে। রোবাবার(২১ আগস্ট) রাত আটটার দিকে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় বিল্লাল কে আটক করলে সেও জনসম্মুখে ধর্ষনের ঘটনা স্বীকার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়,ধর্ষনের ঘটনাটি বেশ কয়েক দিন আগের।সংবাদ পাওয়ার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি প্রমানিত হওয়ায় এলাকাবাসী কতৃক আটককৃত ধর্ষক কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close