আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশ সফরে এসেছেন দ্য হাঙ্গার প্রজেক্টের প্রেসিডেন্ট ও সিইও

গতকাল ১৭ জুলাই  আসাদগেটে অবস্থিত  দ্য হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ অফিসে দ্য হাঙ্গার প্রজেক্টের সন্মানিত প্রেসিডেন্ট ও সিইও মিস্টার টিম প্রিউইট এর আগমনে একটি  উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

উক্ত আলোচনা মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন দ্য হাঙ্গার প্রজেক্টের প্রেসিডেন্ট ও সিইও মিস্টার টিম প্রিউইট। সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিস্টার মোহাম্মদ কাজেম মেশকাতি, মিস সানাজ অহদি, দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর, সুশাসনের জন্য নাগরিক – সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার, বিশিষ্ট নারী উদ্যোক্তা, গণশিক্ষা আন্দোলনের পথিকৃৎ, উন্নয়ন সংগঠক তাজিমা মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জনাব বদিউল আলম মজুমদার একটি স্লাইড শো প্রেজেন্টেশনের মাধ্যমে  বাংলাদেশে দ্য হাঙ্গার প্রজেক্টের বিস্তৃত নেটওয়ার্ক ও বহুবিধ কাজের বর্ণনা দেন। প্রেজেন্টেশন শেষে দ্য হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন উইংস যেমন বিকশিত নারী, নেটওয়ার্ক, এনজিসিএফ, ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এবং সুজন এর নেতৃবৃন্দ  তাদের কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন।
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমন বিপুল কর্মযজ্ঞের বর্ণনা শুনে মিস্টার টিম প্রিউইট মুগ্ধ হন এবং ভবিষ্যতে কাজের গতি তরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন৷

সবশেষে প্রেসিডেন্ট ও সিইও এবং অন্যান্য অতিথিবৃন্দের সাথে গ্রুপ ছবি তোলার মাধ্যমে আনন্দঘন পরিবেশে উক্ত আয়োজনের সমাপ্তি ঘটে৷

জানা যায়, বাংলাদেশে কার্যক্রমের পরিদর্শন করে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে মধ্যপ্রাচ্যের ইরাক, ইরানে কাজ শুরু করবে দি হাঙ্গার প্রজেক্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close