আন্তর্জাতিকখেলাধুলাবিনোদন

আজ রাত ১টায় আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার লড়াই

দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো কাতার বিশ্বকাপের এবারের আসর। আজ (১৩ ডিসেম্বর ২০২২) রাত ১টা বাজে বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা বানাম ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। দুই দলই সেমিফাইনালে এসেছে টাইব্রেকার ভাগ্যে জিতে।

পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে দুই দল সমানে সমানই। এর আগে পাঁচবার পরস্পরের মোকাবেলা করেছে আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়া। দুটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, দুটিতে জয় ক্রোয়েশিয়ার। একটি ম্যাচ হয়েছে ড্র।

মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কেমন হবে দুই দলের একাদশ? আগের ম্যাচে স্প্যানিশ রেফারি মাতিও লাহোজ যেভাবে কার্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন, সেজন্য আর্জেন্টিনার দুই ফুটবলার এরই মধ্যে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে গেছেন। আর্জেন্টিনার ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনা দুটি করে হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলভারেজ।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ:

লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।

এদিকে, এই খেলাকে ঘিরে উৎসুক নারায়ণগঞ্জের ফুটবল সমর্থকেরা। শুধু আর্জেন্টাইন সমর্থকই নয়, এই খেলা নিয়ে উৎসাহি ব্রাজিলের ভক্তরাও। কেননা শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে খুবই দুর্ভাগ্যজনক হার বরণ করে নিতে হয়েছিলো নেইমারের ব্রাজিলকে। তাই ব্রাজিলের ভক্তদেরও দাবি আর্জেন্টিনার জয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close