সারাদেশ
ভৈরব বাজারের ফ্ল্যাট বাসায় দিনের বেলায় তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি
রাফি তালুকদার : কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া গ্রামের আবুল হাসেম এর বাড়ির ৫ম তালার ভাড়াটিয়া সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মনির আলীর বাসায় আজ ১৪ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা এই সময়ের ভিতরে বাসার প্রথম দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে বাসার ভিতরের রোমের তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে ওয়ার্ডড্রপের তালা ভেঙে ১০ ভূরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা ও ৬ ভূরি রুপা এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। প্রবাসী মনির আলীর স্ত্রী স্বর্ণালি বলেন, গত ১৯ ফেব্রুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ বি বাড়িয়া জেলার লালপুর বাজার এলাকার ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের ৩ ছাত্রী কে একটি রোম ভাড়া দেয় এবং ঘটনার সময় তিনি জরুরী প্রয়োজনে বাবার বাড়িতে ছিলেন। তাছাড়া তার পাশের রুমের ৩ ছাত্রীর কাছে প্রতিদিনের ন্যায় আজো চাবি ছিলো তারা কলেজ থেকে এসে বাসার প্রথম দরজার তালা ভাঙ্গা দেখে আমাকে ফোন দেয় পড়ে আমি খবর পেয়ে বাসায় এসে ৩ ছাত্রীদের আটক করি এবং পুলিশকে খবর দিলে ভৈরব শহর পুলিশ ফাড়ির এসআই শাহিন মিয়া ঘটনাস্থল সরেজমিনে দেখে যায় এবং আটককৃত ৩ ছাত্রীকে তাদের স্বজনদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। এব্যাপারে স্বর্ণালি বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখত অভিযোগ দায়ের করবেন বলে জানান। এব্যাপারে ভৈরব শহর পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শ্যামল মিয়া বলেন, উক্ত ঘটনায় অবগত হয়েছি এবং এস আই শাহিন ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।l