আইন ও অধিকারনারায়ণগঞ্জ

নগরীতে সুতা ব্যবসায়ীর লাখ টাকা নিয়ে পালিয়েছে ভ্যান চালক

 

নগর প্রতিনিধি: নগরীতে এক সুতা ব্যবসায়ীর লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে নজরুল নামের এক ভ্যান চালক।
রোববার (১৩ মার্চ) বিকালে ফতুল্লার বিসিক শিল্প এলাকা থেকে ওই টাকা নিয়ে পালিয়ে যায় ভ্যান চালক। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

নগরীর নয়ামাটি হাজী সুপার মার্কেটের মেসার্স আকিব ইয়ার্ণ ট্রেডার্সের মালিক আলাউদ্দিন মোল্লা জানান, তার প্রতিষ্ঠানের সুতা নজরুলের ভ্যানে করে বিসিক শিল্প এলাকার এবি এফ নীটওয়্যারে পাঠানো হয়। ওই প্রতিষ্ঠানের মালিক ভ্যান চালকের কাছে পাওনা টাকা হিসেবে ৯৮ হাজার ৫শ’ টাকা তুলে দেয়। কিন্তু নজরুল ওই টাকা নিয়ে আর নগরীর নয়ামাটি এলাকায় ফিরেনি।

আলাউদ্দিন মোল্লা জানান, নজরুল নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নয়ামাটি এলাকায় ভ্যান চালিয়ে আসছে। অনেক সময় সে মালামাল আনা-নেওয়া করতো। নজরুলের ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৭১৮৪৩৭১৩৭) বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close