জাতীয়

হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে কোনো কমিটি নেই: মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

বজ্রধ্বনি নিউজরুমঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে কোন কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোন সমর্থন নেই। এমনকি নারায়নগঞ্জ সিটি নির্বাচনেও কারো পক্ষে কিংবা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে কিংবা সমর্থন করে তাহলে তা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে হেফাজতের কোন যোগসূত্র নেই।

হেফাজত মহসচিব বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রসূল (সা.), কুরআন-সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোন কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close