নারায়ণগঞ্জনির্বাচনী হালচালবন্দর

ইউনিয়ন বাসীর কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো নব নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন

 

ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ ও প্রয়াত সাবেক চেয়ারম্যানদের রুহের মাগফিরাত কামনায় ৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় অত্র ইউপি কার্যালয়ের প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়াও মিলাদে এক বক্তব্যে অত্র ধামগড় ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে আমি পালন করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই। আমি যাতে সকল অন্যায় ও দুর্নীতি থেকে দূরে থেকে সকলের জন্য কাজ করে যেতে পারি। আল্লাহ যাতে আমাকে আজীবন ঈমানের পথে রাখে সেই দোয়া চাই। সকলে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবেন আর তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সুন্দর একটি পরিষদ গড়ে তুলতে চাই। আশা রাখি সকলে আমার পাশে থাকবেন।

এক বক্তব্যে আয়নাল হক ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হক (আজিজ) বলেন, ‘এখানে বর্তমান ও সাবেক চেয়ারম্যান দুজনই একসাথে বসেছেন। আগামী দিনে ধামগড় ইউনিয়নের উন্নয়নে এভাবেই উভয়ে পাশে থাকবেন বলে আমাদের প্রত্যাশা। মেম্বারদের উদ্দেশ্য বলবো, যারাই প্রার্থী হয়েছেন জয় পরাজয় থাকবে। বিভেদ ভুলে সকলে সমাজের উন্নয়নে একসাথে কাজ করবেন বলে আশা রাখছি। নির্বাচনের বিষয়ে কেউ কাউকে উস্কানী বা কটাক্ষ করবেন না। আমরা সকলে একসাথে এক প্লাটফর্মে চলতে চাই। আমার ছোট ভাই কামাল হোসেন চেয়ারম্যানের প্রতি বলবো, যে বিশ্বাস করে মানুষ এই ভোট দিয়েছে, আগামী ৫ বছর পরেও যাতে তাদের সেই বিশ্বাসটা থাকে। আমরা হক হালাল ভাবে ও ন্যায় নীতির সাথে যাতে চলতে পারি সবার কাছে সেই দোয়া চাই’।

অত্র ধামগড় ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের সভাপতিত্বে ও ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, আয়নাল হক ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হক (আজিজ), বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ জামান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আমির হোসেন দেওয়ান, বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, সমাজসেবক ওমর হোসাইন, জাতীয় পার্টি নেতা এম এ মান্নান ও হাফেজ নাইমুল ইসলাম বুলবুল, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন, ৯টি ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারবৃন্দ, পরিষদের সাথে সম্পৃক্তরা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এবং হাজারো জনসাধারণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close