জাতীয়
অপরাধ নিয়ন্ত্রণে সবার ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে সবার ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব নয়। এত সংখ্যক পুলিশ সদস্য নেই। সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ শিরু মিয়া হলে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কমিউনিটিং পুলিশের অনেক দায়িত্ব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তি রক্ষার জন্য তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। ঘরে ঘরে যে জনগণ আছেন তারা যদি রিয়েল টাইম ইনফরমেশন দিতে পারেন তাহলে অনেক ঘটনা থেকেই আমরা বাঁচতে পারি।’
পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বড় আকারে করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘দেশে সাইবার ক্রাইম (অপরাধ) যেভাবে উন্মোচিত হচ্ছে তা ধারণার বাইরে। সাইবার অপরাধ দমনে আমরা সেভাবেই পুলিশকে তৈরি করছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীতে সাইবার ইউনিট আমরা করেছি, কিন্তু সেটা ছোট আকারে আছে। সাইবার ইউনিট বড় আকারে করতে হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। অনেক দূর পর হেঁটে যেতে হবে।’