নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে জনদলের কার্যালয় উদ্বোধন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় মহাজোট অন্তর্ভূক্ত যুক্তফ্রন্টের শরীক দল বাংলাদেশ জনদল (বিজেডি) এর নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে ফতুল্লার পশ্চিম লামাপাড়াস্থ বিজেডির নতুন আঞ্চলিক কার্যালয়ে বাংলাদেশ জনদল (বিজেডি) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান আবুল হাশেম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনদল বিজেডি’র চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেডি’র মহা সচিব সেলিম আহম্মেদ ও উপদেষ্টা অধ্যাপক তারেক সরকার।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক ও ইমান আলীসহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান।