আন্তর্জাতিক
আফগানিস্তানে বিয়েতে গান বাজানোয় গুলি করে নিহত ৩ জন
আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে সঙ্গীত বন্ধ করতে গুলি চালিয়ে অন্তত তিনজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় বন্দুকধারীরা নিজেদের তালেবান হিসেবে দাবি করে। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল শনিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, এ ঘটনায় তিন হামলাকারীর মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতরা তালেবানের পক্ষ হয়ে কাজ করার কথা অস্বীকার করেছে।
তিনি বলেন, ‘গতকাল রাতে নানগারহারের শামসপুর মার ঘুন্ডি গ্রামে তিনজন লোক নিজেদের তালেবান হিসাবে পরিচয় দিয়ে হাজি মালাং জানের বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেছিল। এ সময় তারা গান বাজানো বন্ধ করতে বলে।’
জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘এর ফলে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অন্তত তিনজন নিহত হয় এবং বেশ কয়েজন আহত হয়েছে।’
এ ঘটনার সঙ্গে দুইজনকে ইতোমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে তালেবান। আর পলাতক অপর একজনকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তালেবানের ওই মুখপাত্র।