নির্বাচনী হালচালরাজনীতি
কুতুবপুরের ৪ নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিলেন ইরন খান
রিপোর্টার ইউসুফ আলী প্রধানঃ আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিলেন মেম্বার পদপ্রার্থী ইরন খান ১৭ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ সদর নির্বাচন অফিসার আফরোজা খাতুনের নিকট এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় কুতুবপুর ৪ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ইরন খান বলেন,এলাকাবাসীর পূর্ণ সমর্থন পেয়ে মনোনয়নপত্র জমা করেছি। আমি এই ওয়ার্ড থেকে নির্বাচন করতে যাচ্ছি কারণ এই এলাকার জনসাধারণের সমর্থন পেয়ে আমি নির্বাচনের মাঠে নেমেছি। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত লড়াই করে যাব। সমাজের গরিব অসহায় দারিদ্র মানুষের পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই, মাদ্রাসা মসজিদ সহ উন্নয়ন মূলক কাজের মধ্যে নিজেকে উৎস্বর্গ করতে চাই। এই এলাকার জনগণ আমার পাশে আছে আমি বিশ্বাস করি আমাকে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। তাই আগামী ১১ তারিখ নির্বাচনে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।