কিশোরগঞ্জ

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি :

বাংলাদেশে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমা কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল।

তাড়াইল থানার গেট থেকে মিছিলটি শুরু হয়ে সদর রোড, কালীবাড়ী মোড় ঘুরে পুনরায় একই সড়কে থানার মোড়, মোরগ মহাল, মাদরাসা মার্কেট, হাসপাতাল রোড, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল তাড়াইল উপজেলার সমন্বয়ক জারির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের যুগ্ম মহাসচিব সামির হোসেন সাকী, সাংবাদিক এমদাদুল্লাহ্, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার আলম, কওমি ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসীন প্রমুখ।

এদিকে একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা খেলাফত মজলিস। সংগঠনের সহ সভাপতি হাফেয মারুফ বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেয মাওলানা এমদাদুল্লাহ্।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close