খেলাধুলাবরিশাল বিভাগসারাদেশ
বরিশালের ফিজিওর মৃত্যুতে শোকবার্তা জানালো বাপসু

মারা গেছেন বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও ডা:হাসান আহমেদ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খুলনায় এনসিএলের ম্যাচ খেলছে বরিশাল বিভাগ। সেখানে দলের সাথেই ছিলেন হাসান। তৃতীয় দিনের খেলা চলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন বরিশালের এ ফিজিওথেরাপি চিকিৎসক । সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ডা:হাসান আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন-বাপসু। তার বিদেহী আত্মার মাগফেরাত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের জাতীয় ফিজিওথেরাপি শিক্ষার্থী সংগঠন বাপসু।
বাপসুর অফিস সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে যৌথ বিবৃতি প্রকাশ করেন বাপসুর কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমান, ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহমান আশিক।
বিবৃতিতে তারা বলেন,দেশের একজন গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসকের অকাল মৃত্যু সত্যিই অনেক বেদনা দায়ক।মাঠের খেলোয়াড়দের পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের দিকেও আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকদের খেয়াল রাখা উচিত বলেই আমরা মনে করি
ডা:হাসান আহমেদ স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি,পাশাপাশি কাল বাংলাদেশ ক্রিকেট দলের কালো ব্যাচ পরিধান করে নামার বিষয়টি আমরা সাধুবাদ জানাই।


