ঢাকা বিভাগধর্মবিভাগসারাদেশ
শামছুল ইসলাম (রহ.) এর মাগফিরাত কামনায় তাড়াইলে দারুল কুরআন মাদরাসার দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব, আল জামিয়াতুল ইমদাদিয়ার শায়খুল হাদিস ও তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসার অন্যতম উপদেষ্টা মুফাচ্ছিরে কুরআন আল্লামা শামছুল ইসলাম (রহ.) এর মাগফিরাত কামনায় গত (১২ ফেব্রুয়ারি) শুক্রবার, রাত সাড়ে নয়টায় দারুল কুরআন মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দারুল কুরআন মাদরাসার পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান উপদেষ্টা, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস অাল্লামা যোবায়ের আহমাদ চৌধুরী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. মুজিবুর রহমান, ঢাকার মধ্যবাড্ডা জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুমের হিফয বিভাগের প্রধান হাফেজ মাওলানা আবু বকর ছিদ্দিক, দারুল কুরআনের সহকারী পরিচালক সাংবাদিক এনায়েতুল্লাহ্, তাড়াইল বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আবুল ফাতাহ্, মাদরাসাতুল ইহ্সান লি তালিমিল কুরআনের মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ্, করিমগঞ্জ ঝাউতলা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ নূর আহমদ, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান, কিশোরগঞ্জ কলাপাড়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সিরাজু্ল ইসলাম, হাবিবনগর জান্নাতুল আতফাল হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ জাকির হোসাইন, দিগদাইড় মডেল হাই স্কুলের শিক্ষক মাওলানা মোস্তফা, উত্তর সেকান্দরনগর মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মুজাম্মেল হোসাইন, তালজাঙ্গা বাজার হাফিজিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফেজ আলমগীর হোসাইন, দশদ্রোন রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, বোরগাঁও হযরত উম্মে সালমা (রা.) মহিলা মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা রহমতুল্লাহ্, গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা হারুন অর রশিদ, দারুল কুরআনের হিফয বিভাগের শিক্ষক হাফজ মে. জাকারিয়া, হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার শিক্ষক হাফেজ আকরামুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন মিল্কী, আবুল কাশেম জাহাঙ্গীর প্রমুখ।