ঢাকা বিভাগধর্ম
দুর্নীতি বন্ধে ইসলামি কালচার লালনের বিকল্প নেই
— যোবায়ের আহমাদ চৌধুরী স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী বলেছেন, দেশ যত এগিয়ে যাচ্ছে দুর্নীতিও সমানতালে এগিয়ে যাচ্ছে। সমাজে চুরি, রাহাজানি, সন্ত্রাসি কর্মকাণ্ড, দুর্নীতি বন্ধে ইসলামি কৃষ্টি কালচার লালনের বিকল্প নেই। গতকাল শুক্রবার (১২ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি দুর্নীতি, চুরি, রাহাজানি ও ধর্ষণমুক্ত খেলাফত রাষ্ট্র ব্যবস্থার যুগের কথা তুলে ধরে বলেন, শহিদদের রক্ত ও মা বোনদের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে হলে কুরআন হাদিস তথা খলিফাদের নীতিমালা ফলো করতে হবে। সে অনুযায়ী নিজের জীবন গড়তে হবে। তিনি আরও বলেন, সমাজে অপরাধ হলে সেটার প্রতিবাদ না করে বসে থাকাটাও অপরাধের শামিল। এ দেশের মাটি ও মানুষকে সৎ পথে পরিচালনা করতে ইসলামি কালচার লালনের পাশাপাশি তা বাস্তবায়নেও ভূমিকা পালন করতে হবে। যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি সালসাবীল ও জেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর ছিদ্দিক।