Uncategorized

আড়াইহাজারে আলোর পথযাত্রী (দাতব্য) চিকিৎসালয়ে ইপিআই টিকা কেন্দ্র উদ্বোধন

আড়াইহাজারে আলোর পথযাত্রী (দাতব্য) চিকিৎসালয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর অস্থায়ী টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ওই টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এমপি পত্নি ডা. সায়মা আফরোজ।

চিকিৎসালয়ের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও চিকিৎসালয়ের পরিচালক মাসুম বিল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলমগীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক নুরে আলম, আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাত প্রমুখ।

এমপি পত্নি ডা. সায়মা আফরোজ বলেন, আলোর পথযাত্রী পাঠাগারের অঙ্গ প্রতিষ্ঠান আলোর পথযাত্রী চিকিৎসালয় দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অত্র চিকিৎসালয়ে ইপিআই এর টিকাদান কেন্দ্র চালু হওয়ায় অলাভজনক এই সামাজিক প্রতিষ্ঠানটির কাজ আরও বেগবান হবে। টিকা নেয়ার সময় শিশুরা হরেক রকমের বইয়ে চোখ পড়বে। যা ভবিষ্যতে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি সুনাগরিক হতে সহায়তা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close