জাতীয়

বিসিসিবিএফ এর সাধারণ সভা অনুষ্ঠিত

১ ডিসেম্বর ২০২২ তারিখে রাজধানীর নিকুঞ্জস্থ নিজ অফিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কন্সট্রাকশন কোম্পানীজ বিজনেস ফোরাম (বিসিসিবিএফ) এর সাধারণ সভা। ফোরামের প্রেসিডেন্ট মোঃ মোহসিন আলী সভাটির সভাপতিত্ব করেন।

সভায় ফোরাম এর সামগ্রিক উন্নয়ন বিষয়ক আলোচনায়, দেশব্যাপী ফোরামের আ লিক উপ-কমিটি গঠন এবং কার্য্যক্রম বৃদ্ধি ও প্রসারের জন্য বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ট্রেড অর্গানাইজেশন হিসেবে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় ফোরামের সদস্যরা কন্সট্রাকশন সেক্টরের বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও উন্নয়ন পরিকল্পনার কথা আলোচনা করেন।

ফোরামটির প্রেসিডেন্ট মোঃ মোহসিন আলী জানান, দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে কন্সট্রাকশন সেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেক্টরের ব্যবসায়ী, কর্মী ও শ্রমিকদের প্রতি সরকারের দৃষ্টিপাত আরো বেশী জোরালো করাটাই ফোরামের উদ্দেশ্য। দেশের কনস্ট্রাকশন সেক্টরে কর্মরত প্রতিষ্ঠান গুলোকে একটি ছাতার নীচে নিয়ে আসাই ফোরামটির লক্ষ্য। যাতে করে কন্সট্রাকশন সেক্টরে সরকারী সহায়তা, অন্তর্ভ‚ক্তি ও মনিটরিং সহ অন্যান্য কাজ সমূহ আরো বেশী গতি পায় এবং জোরালো করা যায়। এছাড়াও এই সেক্টরে কর্মরত শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতেও ফোরামটি কাজ করবে বলে ফোরামের প্রেসিডেন্ট জানান। তিনি আরো বলেন যে, সরকার অনুমোদিত ট্রেড অর্গানাইজেশন হিসেবে নিবন্ধনের আবেদন করার মাধ্যমে বিজয়ের মাসে আমরা এই সেক্টরের জন্য নতুন একটি মাইলফলক রচনার কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আশাবাদী যে আমাদের এই কাজের মধ্য দিয়ে দেশের কন্সট্রাকশনের সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে নতুন এক বিজয়ের সূচনা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকরাম হোসেন, ভাইস প্রেসিডেন্ট এম এ মালেক, ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, কার্য্যনির্বাহী কমিটির সদস্য রাশেদুল হাসান, সাদমান সাইফ, মনিরুজ্জামান মোল্লা, মোঃ মমিনুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close