জাতীয়সিলেট বিভাগস্বাস্থ্য বার্তা

চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে শামলা দেবীর। তিনি স্বাভাবিকভাবে কিছু খেতে পারছেন না। জরুরি ভিত্তিতে তাঁর উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবননাশের আশংকা রয়েছে। শামলা দেবীর শারীরিক সমস্যা দিন দিন আরো জটিল হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা চলছে না। তার ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব।

তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের দরিদ্র নরেন্দ্র সিংহ নরেন এর সহধর্মীনি। তাদের দুইটি পুত্র সন্তান আছে। দুই সন্তানের বয়স ১০(দশ) বছরের নিচে। শামলা দেবী দীর্ঘ দিন ধরে ফুসফুস জনিক অসুসস্থ্যতার কারণে চিকিৎসাধীন আছেন। প্রথমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকার পরেও দিন-দিন শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে জাতীয় অ্যাজমা সেন্টার, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় উন্নত চিকিৎসার জন্য যান। সেখানে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তার স্ত্রীর ফুসফুসে ক্যান্সার।

ডাক্তার তাকে জানিয়েছেন সঠিক ভাবে ও উন্নত চিকিৎসার সেবা নিলে সুস্থ্য হয়ে উঠবেন। তবে এ জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন। আর্থিক অভাবে থাকা নরেন্দ্র সিংহ নরেন এর পক্ষে তার স্ত্রীর চিকিৎসা করানো কোন ভাবে সম্ভব নয়। এমতাবস্থায় শামলা দেবীর অসহায় ও নিরুপায় শ্বামী সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করেছেন।

শামলা দেবীর চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করা যাবে, বিকাশ (পার্সোনাল) ০১৭৮৬০৯৮৫৬৪/০১৭৪০৩৭১২৩৭, নগদ- ০১৭৪০৩৭১২৩৭। ব্যংকে সাহায্য পাঠানো যাবে এই সঞ্চয়ী হিসাব নম্বরে- মনমোহন সিংহ, পূবালী ব্যাংক লিমিটেড, কমলগঞ্জ শাখা, মৌলভীবাজার। হিসাব নং 1701101097731.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close