আইন ও অধিকারনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
তথ্যকুুঞ্জের উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের ফুলজান আদর্শ স্কুলে তথ্যকুুঞ্জের উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই বিশেষ কর্মশালায় শিক্ষার্থীদের তথ্য অধিকার কি, কেন এই তথ্য অধিকার আইন-২০০৯, তথ্য আবেদন ফরম পূরণ প্রক্রিয়া কিভাবে, আপিল আবেদন, তথ্য কমিশন কি, নাগরিক হিসেবে দ্বায়িত্ব ও কর্তব্য কি এবং তথ্য অধিকার আইন-২০০৯ কোথায় প্রয়োগ করা যাবে না ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত সেশন পরিচালনা করেন তথ্যকুুঞ্জ টিমের লিডার রাকিবুল ইসলাম ইফতি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) এবং তথ্যকুুঞ্জ টিমের মেন্টর মোহাম্মদ জারিফ কামরান অনন্ত, ফুলজান আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মো. সোলায়মান স্যার, তথ্যকুুঞ্জ টিমের সদস্য মো.রাকিবুল হাসান, স্থানীয় যুব সংগঠন গোদনাইল আলোকিত যুব শক্তির প্রচার সম্পাদক মো.শফিকুল ইসলাম, সদস্য মো.রায়হান ইসলাম, মো.জাহিদুল ইসলাম, মো. সাজিদ প্রমুখ।
উল্লেখ্য তথ্যকুুঞ্জ টিম তথ্য অধিকার আইন-২০০৯ (Right To Information Act-2009) সম্পর্কে জনগনকে অবহিত/সচেতন করে তুলতে আপ্রাণ কাজ করে যাচ্ছে। একই সাথে ছাত্র ও যুবদের সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য পালনে উৎসাহী করে সেবা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে জোরদার সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মূলত দি হাঙ্গার প্রজেক্ট ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালিত লীড বাংলাদেশ প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের ৬ টি অঞ্চলে (ঢাকা, সিলেট, রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, চুয়াডাঙ্গা) ইয়ুথ লীডারশীপ ট্রেনিংপ্রাপ্ত তরুনেরা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-১৭ পূরণের লক্ষ্যে বিভিন্ন সামাজিক সমস্যা, আইন ও অধিকার, সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আত্নকর্মসংস্থান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তথ্যকুুঞ্জ টিম হচ্ছে লীড বাংলাদেশ ইয়ুথ লীডারশীপ প্রশিক্ষণপ্রাপ্ত ১১৫৫ নং (বি) ব্যাচের তরুনদের একটি সামাজিক কর্ম উদ্যোগ/প্রকল্প।