আইন ও অধিকারজাতীয়
সুপ্রিম কোর্টে বার এডহক কমিটির অবস্থান কর্মসূচি পালিত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতীত অন্য কারও স্বাক্ষরে সমিতির অর্থ উত্তোলনের সুযোগ না দিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সমিতির সাধারণ সদস্যদের তলবি সভা গঠিত অর্ন্তবর্তীকালীন কমিটিসহ (এডহক কমিটি) সাধারণ সদস্যরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতিত অন্যকোনো ব্যক্তিবর্গের স্বাক্ষরে সমিতির অর্থ উত্তোলন করা যাবে না। তারা অবৈধ কারও নামে সমিতির অর্থ লেনদেন না করার জন্য সুপ্রিম কোর্ট সোনালী ব্যাংক শাখার ম্যানেজারের প্রতি আহ্বান জানান। অন্যথায় এডহক কমিটি আইনজীবীদের নিয়ে সোনালী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এডহক কমিটির সিনিয়র সদস্য তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে এবং এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন আইনজীবী আবেদ রাজা, সৈয়দ মামুন মাহবুব, ফিরোজ শাহ, রফিকুল ইসলাম মেহেদী, এসএম খালেকুজ্জামান, এম খালেদ আহমেদ, মির্জা আল মাহমুদ, সামসুল আলম, এসএম জুলফিকার আলী জুনু, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন বাদশাহ্, ওবায়দুল হাসান, সবুর দেওয়ান প্রমুখ।