আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বিষয়টি নিশ্চিত করেছে। রবিবারঅনুষ্ঠিত দলের বার্ষিক সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কংগ্রেস। সম্মেলনে আগামী ০৫ বছরের জন্য কিমের কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণে নানা সিদ্ধান্ত নেয়া হয়। এই পদের কারণে এখন কিমই দেশটির বিপ্লব, দিক নির্দেশনা ও ঐক্যের প্রধান হিসেবে বিবেচিত হবেন।