জাতীয়

কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে: তারেক রহমান

জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে পঙ্গু ও হত্যা করেছে হাজার হাজার মানুষকে। এই আন্দোলনে নিহতদের পরিবার যেন সঠিক বিচার পায়। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ত্যাগের মর্যাদা দিতে হবে আন্দোলনে হতাহতদের। যুগে যুগে তাদের ত্যাগ বৃথা যায়নি এবং যাবেও না।

তিনি বলেন, দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের। যদি বিচার না করা হয়, তাহলে গুম-খুনের সাথে জড়িতরা উৎসাহিত হবে। বিচারের মাধ্যমেই আইনের শাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল স্বৈরাচার পালিয়ে যাবে। এজন্য আমরা ৩১ দফা দিয়েছিলাম আড়াই বছর আগেই। এ সময় জনগণের সামাজিক মর্যাদা নিশ্চিতের কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close