জাতীয়
‘ছয় সপ্তাহের মধ্যেই হতে পারে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫ চূড়ান্তকরণের কাজ’
নীতিগত অনুমোদন পাওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। আগামী ছয় সপ্তাহের মধ্যে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করনের কাজ শেষ পর্যায়ে যেতে পারে বলে জানিয়েছেন আইসিটি সচিব হায়দার চৌধুরী।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে আইসিটি টাওয়ারে আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ বিষয়ে প্রেস ব্রিফিং- এ এই কথা বলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, সংশোধিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেট প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। এছাড়া জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি যুগ উপযোগী করে গড়ে তোলা হবে।
নীতিগত অনুমোদন পাওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫- এ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার এর ধারাটি সংশোধন করা হয়েছে। শুধু গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হ্যাকিং এর শিকার হলে গ্রেফতার থাকবে বলে জানান আইসিটি পলিসি অ্যাডভাইজার ফাইজ তাইয়েব আহমেদ।