জাতীয়
মিথ্যা খবর প্রচার করে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে। দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি বলে সাফ জানিয়ে দেন তিনি। হুঁশিয়ারি দেন জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ঢালাও মামলা যারা দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে।
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদসহ সকল মামলার আসামিদের গ্রেফতার করা হবে। কেউ আত্মগোপনে থাকতে পারবেনা। মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। শহীদ আবু সাঈদ নতুন বাংলাদেশের বীর যোদ্ধা। তার এই আত্মত্যাগ তরুণদেরও শিখিয়েছে সোনার দেশ গড়ার।
সরকারি দফতরগুলোতে সব ধরনের অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে সরকারের শক্ত অবস্থানের কথাও জানান তিনি। বিশেষ করে পুলিশ বাহিনীকে দায়িত্বশীলতার পরিচয় দেয়ার অনুরোধ জানান। চলতি বছর পুলিশ কনেষ্টবল ও এএসআই নিয়োগে সচ্ছতার বিষয়ে পরিস্কার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও পুলিশ লাইন অডিটরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ও করেন তিনি।