জাতীয়
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
আজারবাইজান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে চায় দুই দেশ। একইসাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আজারবাইজানের অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহ দেখিয়েছে দেশটি।
বাকু সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এমন আশ্বাস দিয়েছেন।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জলবায়ু সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়। বাংলাদেশে বিনিয়োগে দেশটির পক্ষ থেকে ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান সুযোগ দেখতে পাচ্ছে।
অন্তবর্তী সরকারের নেতৃত্ব নেয়ায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট আশা করেন, তার সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করবে।
ডক্টর মুহাম্মদ ইউনূস তেল সমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের আরো কাজের সুযোগ করে দেয়ার জন্য আহ্বান জানান।
এদিকে, চারদিনের আজারবাইজান সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা।