কমলগঞ্জ উপজেলা

কমলগঞ্জে ধান চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সেন্টারে পার্টনার প্রকল্পের অর্থায়নে এবং কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজন ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক শামসুদ্দিন আহমদ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জের পিএসও ও আঞ্চলিক প্রধান ড. হীরেন্দ্রনাথ বর্ম্মন, সাইন্টিফিক অফিসার মোঃ শাহীন আলম, ড: আনিসুজ্জামান প্রমুখ। এতে উপজেলার ৬০জন কৃষক অংশগ্রহন করেন। প্রশিক্ষণে আউশ, আমন ও বোরো ধান চাষে বিভিন্ন সমস্যা, রোগ বালাই প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close