নারায়ণগঞ্জ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিপু

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সংবাদ চর্চা, দৈনিক সচেতন, দৈনিক খবরের পাতা, দৈনিক শীতলক্ষ্যা ও অনলাইন নারায়ণগঞ্জ টাইমস পোর্টালে গতকাল (২৭ অক্টোবর) ” সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী লীগ নেতা দিপু অধরা, থেমে নেই অপকর্ম” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভুল বুঝিয়ে এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীতভাবে সংবাদটি প্রকাশ করিয়েছেন। ফলে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক ও সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এই মিথ্যা সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।প্রতিবাদ লিপিতে বিশিষ্ট ব্যবসায়ী দিপু দাবি করে বলেন, পত্রিকায় প্রকাশিত ছবি এবং দলীয় পদ পদবি সম্পর্কে যা লেখা হয়েছে তা মিথ্যা বানোয়াট  ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটি ছবি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। আমার কোনো দলীয় পদ নেই। সাবেক এমপি শামীম ওসমানের সঙ্গে আমার যে ছবিটি রয়েছে তা কোনো রাজনৈতিক কর্মসূচির নয়। ছবিটা একটি পূর্নমিলনী অনুষ্ঠানের। এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের ছবি নয়। সেখানে পূর্নমিলনী অনুষ্ঠানে অন্য সকল ব্যবসায়ীর মতো আমিও আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলাম। আর বিয়ে, জন্মদিন, সুন্নতে খতনা, আকিকা, মৃত্যু বার্ষিকী, পূর্নমিলনীসহ  যেকোনো সামাজিক অনুষ্ঠানে ছবি থাকা কি অপরাধ? ছবিটি এবং পেছনে ব্যানার দেখলেই বুঝতে পারবেন ওই ছবিতে আমি এবং শামীম ওসমান বাদেও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিপু আরও বলেন, আল-আমিন নামের আমার এক পুরনো ভাড়াটিয়া দোকানদারের সাথে পাশের আরেক মুরগি দোকানদার ভাড়াটিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত আর্থিক লেনদেন ছিলো। দোকানদার আল-আমিনের দাবি সে মুরগির দোকানদারের কাছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পান। মুরগির দোকানদার কিছুদিন পূর্বে পালিয়ে গেলে দোকানদার আল-আমিন আমার দোকান ভাড়া নেয়ার এডভান্স থেকে কাটাতে বলে। তার এ প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমার ব্যবসায়িক সুনামকে নষ্ট করার জন্য কারোর প্ররোচনায় মিথ্যা তথ্য দিয়ে এই ধরণের সংবাদ প্রচারিত করেছে  বলে আমি মনে করি। তাই সাংবাদিক ভাইদের কে সংবাদ করার পূর্বে সংবাদের সত্যতা যাচাই করে  সংবাদ প্রকাশ করার আহ্বান জানাই। সেই সাথে উক্ত প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

বিনীত নিবেদক

দিপু

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close