জাতীয়
বাজার থেকে পলিথিন নিষিদ্ধের দিনক্ষণ ঘোষণা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে সব সুপার মার্কেট ও ১ নভেম্বর থেকে সব কাচাবাজারে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। সেই সাথে ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে এ সংক্রান্ত জনসচেতনতা তৈরি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে এসব তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর অতিমাত্রায় ব্যবহারের ফলে মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে । যা থেকে মুক্তি পেতে আপাতত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার কথাও বলেন উপদেষ্টা।