জাতীয়

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা ৩ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এসময় জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক হবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কোন বৈঠক হবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এবারের সম্মেলনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন, ফিলিস্তিনীসহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রাধান্য পাবে। আগামী ২৭ তারিখ ড. ইউনুস দেশে ফিরে আসবেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close