দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার ফিজিওথেরাপি প্রফেশনের ফিজিওথেয়ারপি চিকিৎসক ও সাধারণ ছাত্ররা।
২০০৮ সালে সরকারি ভাবে প্রদত্ত কলেজ অব ফিজিওথেয়ারিপির জন্য বরাদ্দ কৃত যায়গা এবং দীর্ঘদিন যাবত আটকে থাকা দখলে থাকা ফিজিওথেরাপির পদ ও বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ,মেডিকেল কলেজ,জেলা হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ,কমিউনিটি ক্লিনিক,ইত্যাদিতে ফিজিওথেরাপি পদ সৃষ্টির দাবিকে সামনে নিয়ে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের (সফিশিপ) আত্মপ্রকাশ হয়।
গত শুক্রবার ১৬ আগস্ট বাংলাদেশের সকল ফিজিওথেরাপি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে ১৫ জনকে সম্ন্বয়ক করে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে
তারা হলেন
০১ মোঃ মোত্তাকিম বিল্লাহ (ইমরান)( জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র) সমন্বয়ক
০২ আহমাদুল্লাহ হিল গালিব (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউট)JUST সমন্বয়ক
০৩ মোঃ ফজলুল হক বাবু (ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি-ঢাকা ) IHT-DHA সমন্বয়ক
০৪ মোঃ জাফর সাদেক (ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি-রাজশাহী ) IHT-Raj সমন্বয়ক
০৫ মোঃ আব্দুল্লাহ আল রুবায়েত(বাংলাদেশ হেলথপ্রফেশনাল ইন্সটিটিউট) BHPI সমন্বয়ক
০৬ মোঃ রায়হান(সাইক কলেজ অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি) SAIC সমন্বয়ক
০৭ মো: মনিরুল ইসলাম(স্টেট কলেজ অব হেলথ সাইন্স) SCHS সমন্বয়ক
০৮ মোঃ রাকিব হোসেন(চট্টগ্রাম ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি) C-IMT সমন্বয়ক
০৯ মোঃ আনোয়ার হোসেন(প্রাইম ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি) P-IMT সমন্বয়ক
১০ আল সাদাত খান সুপ্রিয়(স্টেট কলেজ অব হেলথ সাইন্স) SCHS সমন্বয়ক
১১ মোঃ হুমায়ন কবীর হিমেল(ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি) DCPT সমন্বয়ক
১২ জাহিদ উজ্জামান লাবিব(জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সেস) JBFCPHS সমন্বয়ক
১৩ মোঃ মাসুম পারভেজ(ইন্টার ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ সাইন্স) IIHS সমন্বয়ক
১৪ মোঃ শরিফুল ইসলাম শরিফ(ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি) IMT-DHA সমন্বয়ক
১৫ নাহিনুল সোয়াদ শাফী(ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সেস) MCPHS সমন্বয়ক
সভায় সকলে ফিজিওথেরাপি প্রফেশনের সাথে ঘটা বৈষম্যকে দূর করার প্রত্যয় নিয়ে সভা শেষ করে।