জাতীয়

হাইকোর্ট ফটকে বিক্ষোভ, আটক ৪

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভ চলছে। কয়েকশো শিক্ষার্থীর পাশাপাশি সেখানে আছেন বেশ কয়েকজন শিক্ষক। ইতোমধ্যে অন্তত চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার পর থেকে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন প্রায় ৫০ শিক্ষার্থীর একটি দল। পরে আরও কিছু শিক্ষার্থী এসে সেখানে যোগ দেন। এক পর্যায়ে কার্জন হল হয়ে হাইকোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। পুলিশ তাদের বাঁধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় বসে পড়েন তারাও।

এদিকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পুলিশ চারজনকে আটক করেছে। আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। পরে কয়েকজন নারী পুলিশ সদস্য এসে তাকে সরিয়ে নিলে পুলিশ ভ্যানটি আটক ওই চার শিক্ষার্থীকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে তাৎক্ষণিকভাবে ওই চার শিক্ষার্থীর নাম-পরিচয় জানা যায়নি।

এ সময় সেখানে আইনজীবীদের একটি দলকে ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং বিএনপিপন্থী শিক্ষকনেতা অধ্যাপক লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদের আটকে দিয়েছে। পরে আমরা বসে পড়েছি।

এর আগে, সারাদেশে গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এ ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close