জাতীয়

শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকার ভুল পথে হাঁটছে: শিক্ষক নেটওয়ার্ক

সরকার শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে। এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। রাতের রেড ব্লকেডের নামে শিক্ষার্থীদের তুলে নেয়া বন্ধ করে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান তারা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এসব দাবি জানান শিক্ষকরা। শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করায় দু’জন শিক্ষকের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করার প্রতিবাদে এ নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন শিক্ষকরা।

এ সময় তারা বলেন, স্বাধীনতার পর থেকে এমন ভয়াবহতা কেউ দেখেনি। অবিলম্বে দেশজুড়ে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এসময় দেশে চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসন ও কিছু গণমাধ্যমের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close