জাতীয়
পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের দখলে শাহবাগ
কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া ‘ স্লোগান দেন।
এদিকে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে সাঁজোয়াযান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। তবে, তারা সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশের অবস্থান দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে ও এর আশপাশ এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।