প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কারণ দেখছেন না। এই আন্দোলনে পড়াশোনার ক্ষতি হচ্ছে জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, সরকার কোটা বাতিল করলেও এতে লাভ হয়নি। বরং অনেক মেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে শেখ হাসিনা বলেন, কোটা বাতিলের কারণে অনেক জেলার মানুষ বঞ্চিত হয়েছে। এমন একজন বঞ্চিতের মামলায় কোটার পক্ষে রায় দিয়েছে আদালত। সেই আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।
এসময় পেনশন আন্দোলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রাজনীতিবিদদেরও পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপির অত্যাচার নির্যাতন যেন আর ফিরে আসতে না পারে সে ব্যাপরে সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।