জাতীয়

দৈনিক জনদর্পণ পত্রিকার পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক জনদর্পণ পত্রিকার পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় বৈঠকে পরিচালনা পর্ষদের সকলের সম্মতিক্রমে আট (০৮) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো: জসীম উদ্দিনকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে । এছাড়াও অন্যান্য উপদেষ্টারা হলেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বি আর পাওয়ার জেন লিমিটেড এর বোর্ড অব ডিরেক্টর বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা, পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: নাজমুল হক, কেন্দ্রীয় ওলামা লীগের সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের তাফসীরকারক মাওলানা মো: মহিউদ্দিন খান ফারুকী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, এমআই টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলী ইমতেজাম মাসুক, মারিয়া ফিলিং স্টেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান।

এসময় পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন, সম্পাদক মো: রবিউল হক, ডিএমপির উপ-কমিশনার মো: মতিয়ার রহমান, ব্যবস্থাপনা সম্পাদক রিদুয়ানুল হক, বার্তা সম্পাদক মো: নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আহসানুল হাবিব সোহাগ, নিজস্ব প্রতিবেদক মন্ডল মোঃ মহিউদ্দিন সানী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close