জাতীয়
বাজেট নিয়ে সিপিডি ও অর্থনীতিবিদরা বিএনপির ভাষায় কথা বলছেন: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বাজেট নিয়ে সিপিডিসহ দেশের অর্থনীতিবিদরা বিএনপির ভাষায় কথা বলছেন।
শনিবার (৮ জুন) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিরপেক্ষতা হারিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। তবে বাজেট নিয়ে কোনো প্রতিষ্ঠান কী বলল-তা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই।
ওবায়দুল কাদের বলেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। তবে সেটি অতিক্রম করার সক্ষমতা রয়েছে সরকারের। বিভিন্ন মহলের পরামর্শ প্রস্তাবিত বাজেট চূড়ান্তভাবে পাস হওয়ার আগে কিছুটা পরিবর্তন কিংবা সংযোজন-বিয়োজন হতে পারে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে-এটি বছরের সেরা কৌতুক।