জাতীয়

‘মুল্লুক চলো দিবস’-এ শ্রমিকদলের মানববন্ধন

২০ মে (সোমবার) আন্তর্জাতিক চা দিবস ও চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ এর প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে দলটি। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
মুল্লুক চলো” নিজ বাড়ীতে ফিরে চলো চা শ্রমিকদের এই আন্দোলন ছিলো সম্পূর্ণ যৌক্তিক ও চা শ্রমিকদের অধিকার। চা শ্রমিকদের নিকট দেওয়া প্রতিশ্রুতি ইংরেজ মালিকরা ভঙ্গ করে চা শ্রমিকদের দাসে পরিণত করেছিলো।

দাসত্ব ও শোষনে শোষনে জর্জরিত চা শ্রমিকরা দাসত্ব থেকে মুক্তির আশায় শান্তিপূর্ণভাবে নিজ বাড়ীতে ফিরে যেতে চাইলে ইংরেজ মালিকদের নির্দেশে ১৯২০ সালের ২০’মে ইংরেজ সরকারের বিভিন্ন বাহিনী  চা শ্রমিকদের নির্বিচারে গুলি করে অগনিত চা শ্রমিকদের হত্যা করে।
১৮৮৬ সালে শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের রক্তদানে  ৮ ঘন্টা শ্রমের দাবী বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। কিন্তু মুল্লুক চলো চা শ্রমিকদের আন্দোলনে হাজার হাজার চা শ্রমিকের রক্তে চাঁদপুর রেল ষ্টেশন ও মেঘনা নদীর পানি  লালে লাল হলেও চা শ্রমিকরা আজও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পায়নি। চা শ্রমিকদের দৈনিক মজুরী এখন মাত্র ক্ষেত্র বিশেষে ১৬৮, ১৬৯, ১৭০ টাকা।

চা শ্রমিকদের নায্য অধিকার আদায়ের জন্য সকল শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য  শ্রমিকনেতারা আহব্বান জানান।মানববন্ধনে চা শ্রমিকদের দাসত্ব থেকে মুক্তি ও চা শ্রমিকদের নায্য মজুরী আদায়ে লক্ষে আন্দোলন গড়ে তোলার জন্য বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি রিজভী আহম্মেদ সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালাকানুনের বিরুদ্ধে  শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close