জাতীয়
‘মুল্লুক চলো দিবস’-এ শ্রমিকদলের মানববন্ধন
২০ মে (সোমবার) আন্তর্জাতিক চা দিবস ও চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ এর প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে দলটি। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দাসত্ব ও শোষনে শোষনে জর্জরিত চা শ্রমিকরা দাসত্ব থেকে মুক্তির আশায় শান্তিপূর্ণভাবে নিজ বাড়ীতে ফিরে যেতে চাইলে ইংরেজ মালিকদের নির্দেশে ১৯২০ সালের ২০’মে ইংরেজ সরকারের বিভিন্ন বাহিনী চা শ্রমিকদের নির্বিচারে গুলি করে অগনিত চা শ্রমিকদের হত্যা করে।
১৮৮৬ সালে শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের রক্তদানে ৮ ঘন্টা শ্রমের দাবী বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। কিন্তু মুল্লুক চলো চা শ্রমিকদের আন্দোলনে হাজার হাজার চা শ্রমিকের রক্তে চাঁদপুর রেল ষ্টেশন ও মেঘনা নদীর পানি লালে লাল হলেও চা শ্রমিকরা আজও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পায়নি। চা শ্রমিকদের দৈনিক মজুরী এখন মাত্র ক্ষেত্র বিশেষে ১৬৮, ১৬৯, ১৭০ টাকা।