সিলেট বিভাগ
কানাডা প্রবাসী ব্যারিস্টার ওয়াসিম আহমেদ এর সাথে কমলগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কানাডা প্রবাসী, প্রেসক্লাবের আজীবন সদস্য ও ধলাইর ডাক টোয়েন্টি ফোর ডটকমের উপদেষ্টা ব্যারিস্টার ওয়াসিম আহমেদ এর দেশে আগমন উপলক্ষে বুধবার (১০ এপ্রিল) কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী, প্রেসক্লাবের আজীবন সদস্য ব্যারিস্টার ওয়াসিম আহমেদ।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, প্রেসক্লাব নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির, ধলাইর ডাক পত্রিকার সম্পাদক মো: আনহার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন- সাংবাদিক সালাউদ্দিন শুভ, আহমেদুজ্জামান আলম, আশরাফ সিদ্দিকী পারভেজ, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, মোনায়েম খান, মুমিন ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ’কে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।