সিদ্ধিরগঞ্জ
প্রকৌশলী লায়ন মাসুদের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি, লায়ন ক্লাব অফ ইউথ চেম্বারের কো-অর্ডিনেটর ও নারায়ণগঞ্জ জেলা সমিতির মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদের উদ্যোগে দুই শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০৭ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বার্মাইস্টান এলাকায় তার নিজ অফিস কার্যালয়ে ২০০ শত অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল দুই ধরনের সেমাই, পোলাও চাউল, চিনি, দুধ সহ অন্যান্য পণ্য।
এসময় প্রকৌশলী মাসুদ বলেন, আমাদের চারপাশের মানুষ কীভাবে ঈদ করবে, করতে পারছে কিনা, তা দেখা আমাদের সকলের দায়িত্ব। সামর্থ্য থেকে নিজে ভালো থেকে প্রতিবেশীদের খবর না নিয়ে মানুষের পরিচয় বহন করাটা লজ্জার। তাই মানবিক দৃষ্টিকোণ ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগি করার আত্মতৃপ্তি থেকে এ ধরনের উদ্যোগ আমি প্রতিবারেই নিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।