সাহিত্য

আরিফা রহমানের লেখা বই নিরুশা পাওয়া যাচ্ছে ৫৩৪-৫৩৫নং স্টলে

বইয়ের নাম: নিরুশা
লেখকের নাম:আরিফা রহমান
প্রকাশনি:কিংবদন্তী পাবলিকেশনের অঙ্গপ্রতিষ্ঠান দূরবীণ
প্রচ্ছদ :পরাগ ওয়াহিদ
মূল্য:৩০০
স্টল নাম্বার: ৫৩৪-৫৩৫
বইয়ের ধরণ: সাইন্সফিকশন থ্রিলার (উপন্যাস)
কততম বই: ২য়
আগের বইয়ের নাম: শুকনো ফুলের ক্ষত কাব্যগ্রন্থ

লেখকের বক্তব্য:
এই বইয়ের গল্পটা আমি অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম বাট লিখতে গিয়ে দেখলাম, যা ভেবেছিলাম তা ছাড়িয়ে অন্য দিকে মোড় নিয়ে বসে আছে।
এই গল্পে অনেক কিছুই উহ্য আছে যা থেকে পাঠকের ইচ্ছে করবে বিস্তারিত জানতে
এখানে আমি যে কাজটা করেছি তা হলো কবিতার পাঠকের মতো এই গল্পের পাঠককেও স্বাধীনতা দিয়েছি নিজ থেকে ভাবার। জানি না কতটুকু পেরেছি তবে আশা রাখি পাঠক নিরাশ হবে না ভালো কিছু হোক তবে আফসোস কিছুটা করতে পারে..কেন করবে তা আর না বলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close