জাতীয়

বিএনপি আর টিআইবি’র কথা হুবহু এক: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির কথা আর টিআইবি’র কথা হুবহু এক, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৩১ জানুয়ারি) সকালে লালবাগে নবাবগঞ্জ পার্কে সাত খুনের ৩০ বছর উপলক্ষে নিহতদের স্মরণে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, একপেশে রিপোর্ট দিয়ে সরকারকে খাটো করা যাবে না।

সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। হত্যা খুনের রাজনীতি থেকে দলটি বের হতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সংসদ অধিবেশনে ৮০টি দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই সরকার এবং সংসদ বৈধ।

এছাড়া জাতিসংঘ মহাসচিবের বাইরে অন্য কারো বিবৃতি সরকার পরোয়া করেনা বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close