রাজনীতিসারাদেশ

কিশোরগঞ্জে খেলাফত মজলিস নেতা হাফিজ উদ্দিনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:

খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য হাফেজ মাওলানা হাফিজ উদ্দিন (৭৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতরাত ১:৩০টায় (১ ডিসেম্বর, শুক্রবার) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে যান।

শুক্রবার বেলা ২:৩০টায় কলাপাড়া গ্রামের নিজ প্রতিষ্ঠান মাদরাসাতুল এহসানের সামনে জানাজা শেষে মাদরাসার পাশে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে ও কিশোরগঞ্জ সদর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহসিন উদ্দিন।

মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, সহ সাধারণ সম্পাদক শামীম আহমাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা অলীউর রহমান, কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক ডাক্তার রাকিবুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নোমান আহমাদ এবং মরহুমের শত শত ছাত্র, ভক্ত, আলেম উলামাসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান জানাযায় অংশগ্রহণ করেন।

শোক প্রকাশ
খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য হাফেজ মাওলানা হাফিজ উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। পৃথক আরেক শোকবাণীতে কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিস সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্ গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close