জাতীয়নির্বাচনী হালচালরাজনীতি
গৃহপালিত বিরোধীদল হতে প্রস্তুত বিএনএফ
সরকার গঠন নয়, অপজিশন হয়ে সরকারের সহযোগী হওয়াই বিএনএফ এর মূল লক্ষ্য

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, তার দল বিএনএফ সরকার গঠন করতে চায় না। দলটি শুধু বিরোধী অবস্থানে থেকে সরকারের অংশ হতে চায়।
আবুল কালাম আজাদ বলেন, আমার দলের হয়ে একশো বা তার চেয়ে কিছু প্রার্থী নির্বাচন করবে। ইতোমধ্যে ৫৬টি আসনে বিএনএফের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, সবাই শুধু নৌকার প্রার্থী হতে চাচ্ছে। সবাই নৌকা হলে অপজিশান হবে কে? তাই আমরা চাই অপজিশান হয়ে সরকারের সঙ্গে ভূমিকা রাখতে।